বিশ্বকাপের প্রস্তুতি: ভারতীয় জুনিয়র মহিলা হকি দলের চিলি সফর

Mysepik Webdesk: এই বছরের শেষের দিকে হকি বিশ্বকাপ। সেই উপলক্ষে প্রস্তুতিও শুরু করে দিয়েছে ভারতীয় জুনিয়র মহিলা হকি দল। তারা চিলি সফর দিয়ে এই অভিযান শুরু করবে। ভারতীয় দল চিলির জুনিয়র দলের বিপক্ষে ১৭ এবং ১৮ জানুয়ারিতে ম্যাচে অংশ নেবে। এর পরে তারা চিলির সিনিয়র দলের বিপক্ষে চারটি ম্যাচও খেলবে। ম্যাচগুলি ২০, ২১, ২৩ এবং ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ২০১৯ সালের ডিসেম্বরে সর্বশেষ টুর্নামেন্ট খেলেছিল ভারতীয় প্রমীলা ব্রিগেড।
আরও পড়ুন: হাসপাতালে জীবনযুদ্ধের লড়াই করছেন গোলকিপার প্রশান্ত ডোরা

ভারতীয় জুনিয়র মহিলা হকি দলের অধিনায়ক সুমন দেবী থাউডাম বলেছেন, “চিলি সফর নিয়ে আমরা খুব উচ্ছ্বসিত। করোনাভাইরাসের কারণে আমরা অনেকদিন কোনও ম্যাচ খেলিনি। আশা করি এই সফরটি সফল হবে। আমরা বিশ্বকাপের জন্যও প্রস্তুতি নিতে সক্ষম হব।” তিনি আরও বলেন, “আমরা হকি ইন্ডিয়াকে তার প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাই। তাদের জন্যই আমরা আবার পেশাদার হকিতে ফিরতে প্রস্তুত। এত দিন খেলা থেকে দূরে থাকা কঠিন ছিল। চিলির সফরটি আদর্শ সময়েই হবে।”
আরও পড়ুন: নতুন স্বপ্ন নিয়ে ক্রিকেট দৌড়ে এবার মার্কিন যুক্তরাষ্ট্রও

সুমন দেবীর কথায়, “আমরা গত কয়েক মাসে ভালো অনুশীলন করেছি। চিলির এই সফর আমাদের এপ্রিল মাসে এশিয়া কাপের জন্য প্রস্তুত করতে সহায়তা করবে। আমরা দীর্ঘ বিরতির পরে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে প্রস্তুত।”