একটানা ১ ঘন্টা ৪৪ মিনিট বরফের ওপর হেঁটে বিশ্বরেকর্ড

Mysepik Webdesk: একটু বেশি ঠান্ডা পড়লেই আমরা কম্বলের ভিতর থেকে বেরতে চাই না। কিন্তু প্রচন্ড ঠান্ডায় বরফের ওপর দিয়ে একটানা ১ ঘন্টা ৪৪ মিনিট ৫৮ সেকেন্ড হেঁটে বিশ্বরেকর্ড করলেন নরওয়ের বাসিন্দা এই দৌড়বিদ জোনাস ফেলডে সেভালড্রুড। সম্পূর্ণ খালি পায়ে হেঁটে তিনি বরফের ওপর দিয়ে একটানা হেঁটে গিয়েছেন। তিনি তাঁর ম্যারাথন দৌড়ের ভিডিওটি নিজের ক্যামেরায় তুলে সেটিকে ইউটিউবে ছড়িয়ে দেন। সেখান থেকেই ভিডিওটি দ্রুত ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায় যা মানুষের মন জয় করে নেয়।
আরও পড়ুন: অবিলম্বে গড়ে দিতে হবে হিন্দু মন্দির, নির্দেশ পাক-আদালতের

সেভেলড্রুড জানান, ক্রিস্টোফার ম্যাকডোগালের লেখা বই বর্ন টু রান তাঁকে এই কাজে উৎসাহ জুগিয়েছে। সেই বই পরেই তিনি এই রেকর্ড তৈরি করার অনুপ্রেরণা পেয়েছেন। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, বরফের ওপর দিয়ে হাঁটা বা দৌড়ানো খুব একটা কঠিন কাজ নয়। ডাচ অ্যাথলিট ইউম হফের রেকর্ড ভেঙেছেন সেভেলড্রুড। হফ বরফের ওপর হাফ ম্যারাথন ডৌঁড়েছিলেন ২ঘন্টা ১৬ মিনিট ৩৪ সেকেন্ডে। ২০০৭ সালে এই বিশ্বরেকর্ড করেন হফ।