মানসিক কারণে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন না পহেলবান সুশীল কুমার

Mysepik Webdesk: টোকিও অলিম্পিকে খেলার জন্য পথ খুঁজছেন রেসলার সুশীল কুমার। তবে তিনি জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন না। ভারতীয় রেসলিং ফেডারেশন নয়ডায় ২৩ থেকে ২৪ জানুয়ারি অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে সব আন্তর্জাতিক রেসলারদের অংশ নেওয়ার ব্যাপারে জানিয়েছে। স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসজিএফআই)-এ প্রকাশিত কেলেঙ্কারির কারণে সুশীল মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। এক্ষেত্রে তিনি দিল্লি পুলিশ এবং সিবিআইতে অভিযোগ দায়ের করেছেন। এই কারণে জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য নিজেকে ফিট রাখতে পারেননি তিনি। এসজিএফআইয়ের সভাপতি হওয়ার কারণে সুশীল প্রথমে এই স্ক্যান্ডেলের মোকাবিলা করবেন। এরপরে অলিম্পিকে ফিরে আসবেন।
আরও পড়ুন: হাঙ্গেরিতে অলিম্পিকের প্রস্তুতি নেবেন কুস্তিগীর ভিনেশ ফোগাট
বজরং পুনিয়া ভিনেশ ফোগাট সুশীল কুমার
সুশীল স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি জাতীয় চ্যাম্পিয়নশিপের পক্ষে উপযুক্ত বোধ করছেন না। তাই এই প্রতিযোগিতায় তিনি খেলবেন না। কুস্তিগীর বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগাটও এতে অংশ নিতে পারবেন না। দু’জনই সেই সময় আমেরিকা ও হাঙ্গেরিতে প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকবেন। তিনটি শহরে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। করোনার কারণে প্রথমবারের মতো এই চ্যাম্পিয়নশিপ তিন শহরে পর পর দু’দিন অনুষ্ঠিত হবে। পুরুষদের ফ্রিস্টাইল চ্যাম্পিয়নশিপ নয়ডায়, ৩০-৩১ জানুয়ারি আগ্রায় মহিলাদের এবং ২০-২১ ফেব্রুয়ারি জলন্ধরে হবে গ্রিকো-রোমান প্রতিযোগিতা।