বোলপুর, ২৬ আগস্ট: বিশ্বভারতী তথা শান্তিনিকেতনে পাঁচিল দিয়ে দেওয়ার প্রতিবাদে পথে নামল সুশীল সমাজ। বুধবার বোলপুর শান্তিনিকেতনের সংযোগস্থলে খোলামেলা মুক্ত পরিবেশ বজায় রাখার দাবিতে পথে নামলেন বোলপুর ও শান্তিনিকেতন এলাকার নাট্যকর্মী, লেখক, শিল্পীরা, কবি ও সাহিত্যিকরা। এদিন সকালে বোলপুরের ফায়ার ব্রিগেড অফিসের সামনে শহরের সকল সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিনিধিরা একত্রে সমাবেশ করেন। সাংস্কৃতিক পন্থাকে ব্যবহার করে এদিন তাঁরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঁচিল দেওয়ার বিপক্ষে প্রতিবাদ জানান।
আরও পড়ুন: JEE-NEET পিছোতে একসঙ্গে সুপ্রিম কোর্টে আবেদন করার ডাক দিলেন মমতার
বিশ্বভারতীর উদ্যোগে ভূবনডাঙ্গা মেলার মাঠ-সহ বেশ কিছু এলাকা পাঁচিল দিয়ে ঘিরে দেওয়ার কাজ শুরু করেছে বিশ্বভারতী। এই ঘটনায় বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় ওঠে। ঘটে যায় কয়েকটি অপ্রীতিকর ঘটনাও। এই ঘটনার বিরুদ্ধে শান্তিনিকেতনের প্রবীন আশ্রমিক থেকে প্রাক্তনীরা যেমন প্রতিবাদে পথে নামেন, ঠিক তেমনই বোলপুর শান্তিনিকেতন এলাকার সাধারন মানুষ নির্মান কাজের জন্য ব্যবহৃত ইঁট, সিমেন্ট ছুড়ে ফেলে দেন। ভেঙ্গে দেওয়া মেলার মাঠের ঐতিহ্যবাহী গেটও, যা নিয়ে তোলপাড় হয়েছে সারা দেশ। এরপর থানায় অভিযোগ জানায় বিশ্বভারতী কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগী হয় জেলার সাধারন প্রশাসন। জেলা পুলিশ সুপারও আশ্রমিকদের বাড়ী বাড়ী গিয়ে খোঁজ খবর নেন। পাঁচিল দিয়ে ঘিরে দেওয়ার পাল্টা যুক্তি দিয়েছে বিশ্বভারতীও। তবুও থামেনি প্রতিবাদ। এদিন লেখক, কবি সাহিত্যিকরা পাঁচিল তোলার প্রতিবাদে সভা করে বিরোধীতা করে।