আপনি কি মাধ্যমিক পাশ? এখুনি আবেদন করতে পারেন রিজার্ভ ব্যাঙ্কের সিকিউরিটি গার্ডের চাকরির জন্য

Mysepik Webdesk: শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই চলবে। তাহলেই আপনি আবেদন করতে পারবেন রিজার্ভ ব্যাঙ্কের সিকিউরিটি গার্ডের পদের জন্য। রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে সম্প্রতি সিকিউরিটি গার্ডের চাকরির জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই চাকরির জন্য মোট ২৪১ টি শূন্যপদ রয়েছে। দেশজুড়ে মোট ১৮ টি শাখায় হবে নিয়োগ। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। ইতিমধ্যেই অনলাইনে চাকরির আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২১।
আরও পড়ুন: ১৫ জুন লাদাখে ভারত-চিনের সংঘর্ষে শহীদ সন্তোষ বাবুকে দেওয়া হল মহাবীর চক্র সম্মান

কলকাতা, ভুবনেশ্বর, পাটনা, ভোপাল, আহমেদাবাদ, নিউ দিল্লি, কানপুর, গুয়াহাটি, লখনৌ, জয়পুর, হায়দ্রাবাদ প্রভৃতি শহরগুলিতে নিয়োগ করা হবে। আবেদন করার ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই চলবে। আবেদন করতে হবে IBPS -এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। শারীরিক যোগ্যতা এবং অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তবে শুধুমাত্র এই সুযোগ দেওয়া হবে প্রাক্তন সেনাকর্মীদের। অন্য কেউ আবেদন করলে সেই আবেদন মঞ্জুর হবে না। বিশদ জানতে লগ ইন করুন www.rbi.org.in ওয়েবসাইটে।