একেবারে অর্ধেক দামে পেয়ে যাবেন এসি-ফ্রিজ-টিভি, চলে আসুন অ্যামাজনের WoW Salary Days! -এ

শুরু হয়ে গেছে অ্যামাজনের WoW Saary Days। এই সেলে হোম অ্যাপ্লায়েন্সেস, কনজিউমার ইলেক্ট্রনিক্স, টিভি, আসবাবপত্র প্রভৃতির ওপর থাকছে দুর্দান্ত অফার। নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অফারেরও সুবিধা থাকছে এই সেলে। LG, Bosch, Bajaj, Bose, Sony, Dell, Mi Android TVs, Hometown, Duroflex, Sleepwell -এই কোম্পানির প্রোডাক্টগুলির ওপর থাকছে বড় ছাড়। এছাড়াও থাকছে এইচএসবিসি (HSBC) ক্রেডিট কার্ড এবং অন্যান্য ক্রেডিট কার্ডে ইএমআইয়ের (EMI) মাধ্যমে শপিংয়ে ১০ শতাংশ ফ্ল্যাট ছাড়। অফারটি চলবে ৫ অক্টোবর পর্যন্ত।
আরও পড়ুন: রিলায়েন্স রিটেলে আরও ৯৩৭৫ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা সিলভার লেকের সহযোগী সংস্থার
এই সেলে গ্রাহকরা ১০ হাজার টাকা বা তার বেশি কেনাকাটায় ক্ষেত্রে পেয়ে যেতে পারেন ১৫০০ টাকায় ছাড়। বড় হোম অ্যাপলায়েন্স গুলিতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা মিলতে পারে। এছাড়াও ফ্রিজে ৩৫ শতাংশ, টিভিতে ৩০ শতাংশ এবং 4K টিভিতে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়াও পাওয়া যাচ্ছে। Daikin, LG, Godrej -সহ আরও অনেক ব্র্যান্ডের এসির ওপর ৪০ শতাংশ পর্যন্ত ছাড় মিলছে। নামী কোম্পানির স্পিকার এবং হেডফোনগুলির সংস্থা যেমন Boat, JBL, MI এবং অন্যান্য সাউন্ডবারগুলিতে পেয়ে যাবেন ৩০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়াও কম্পিউটিং ডিভাইস এবং আনুষাঙ্গিক ইলেকট্রনিক্স জিনিসপত্রে রয়েছে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। গেমিং, স্মার্টওয়াচ, হার্ড ড্রাইভ এবং এসএসডিগুলিতেও ৪০ শতাংশ ছাড় রয়েছে। তাহলে আর দেরি কেন, কেনাকাটা করতে লগইন করুন https://www.amazon.in/b?ie=UTF8&node=20593600031 এ।