সেলিব্রেটি ফটোগ্রাফার ডাব্বু রত্নানির জন্য ফের ফটোশ্যুট করলেন ঐশ্বর্য রাই বচ্চন। গত ২১ বছর ধরে ডাব্বু রত্নানির ক্যালেন্ডারের জন্য শ্যুট করে আসছে ঐশ্বর্য রাই বচ্চন। ডাব্বু তাঁর কাছে পরিবারের একজন।
আরও পড়ুন: #VIRAL বাথটাবে উষ্ণতা ছড়াচ্ছেন বলিউড অভিনেত্রী ভূমি পেদনেকর
দেখুন সেই ছবি . . .
সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেন ঐশ্বর্য। ফটোগ্রাফার ডাব্বু রত্নানির লেন্সে ঐশ্বর্যর বয়স এক ঝটকায় যেন কয়েক বছর পিছিয়ে গিয়েছে। ইনস্টাগ্রামে ওই ছবি শেয়ার হওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: অ্যানিম্যাল প্রিন্টেড বিকিনিতে জলে আগুন ধরালেন ঋতুপর্ণা
তবে শুধু ঐশ্বর্য নন, এবছর ক্যালেন্ডারের জন্য বলিউডের তাবড় সেলিব্রিটিদের নিয়ে শ্যুটিং করান ডাব্বু রত্নানি।
আরও পড়ুন: শাহরুখ-কন্যার জীবনে বিগ বস খ্যাত অসিম রিয়াজ!
যেখানে রেখা থেকে শুরু করে বিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, ভূমি পেদনেকর, কৃতি শ্যানন, করিনা কাপুর খান-রা এবারও রয়েছেন স্ব-মহিমায়।