১ টাকায় পেয়ে যাবেন আস্ত একটি বাইক, নতুন লোনের অফার আনল ফেডেরাল ব্যাঙ্ক

Mysepik Webdesk: সামনেই পুজোর মরসুম, আর তার আগেই নতুন নতুন অফার নিয়ে হাজির হয়েছে বাইক কোম্পানিগুলি। আর পুজোর মুখে যে সব ক্রেতারা ইএমআইতে বাইক কিনবেন ভাবছেন, তাদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে হাজির হল ফেডেরাল ব্যাঙ্ক। ফেডেরাল ব্যাঙ্ক সম্প্রতি নতুন একটি অফার চালু করেছে, যে অফারে ক্রেতারা মাত্র ১ টাকার বিনিময়ে পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ একটি বাইক। বাকী টাকা সহজ ইএমআই-এর মাধ্যমে পরিশোধ করা যাবে।
আরও পড়ুন: এবার থেকে গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রোডাক্ট বিক্রি করবে XIAOMI
এই স্কিমের আওতায় থাকছে হিরো মটোকর্প, হন্ডা ও টিভিএস–এর যে কোনও বাইক। কোনও রকম প্রসেসসিং ফিস ছাড়াই এই অফারের মধ্যে থাকছে ক্যাশব্যাকের সুবিধাও। পাশাপাশি ইএমআই সুবিধার জন্য গ্রাহককে ব্যাঙ্কেও যেতে হবে না। ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে এই ইএমআই দেওয়া যাবে। গ্রাহকরা ৩,৬,৯,১২ মাসের ইএমআই অপশন পছন্দ করতে পারবেন। এই পরিষেবা পাওয়ার জন্য এসএমএস করতে হবে 5676762 নম্বরে কিংবা মিসকল দিতে হবে 7812900900 নম্বরে।