“ভাতা নয় কাজ চাই ” থালা হাতে কৃষ্ণনগরের রাজপথে যুবশ্রী ছেলেমেয়েরা

নদিয়া, ২৩ সেপ্টেম্বর: “ভাতা নয় চাকরি চাই” এই স্লোগান নিয়ে পথে নামলেন যুবশ্রীর ছেলেমেয়েরা। তাদের দাবি, প্রতিশ্রুতি অনুযায়ী তাদের এখনও চাকরি দেওয়া হয়নি। তাদের বক্তব্য, ভাতার প্রয়োজন নিও, চাকরি দিতে হবে। আবার অনেকের দাবি, কাগজ-কলমে ভাতা চালু হলেও এখনো পর্যন্ত সরকারি ভাতার অর্থপ্রাপ্তি থেকে বঞ্চিত রয়েছেন অনেকেই। অবিলম্বে চাকরি দেওয়ার দাবি নিয়ে সেইসব যুবক-যুবতীরা থালা হাতে ‘ভাতা নয় চাকরি চাই’ ‘দাবিতে পথে নামলেন। এই দিন কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে জেলাশাসক ভবন পর্যন্ত একটি ৱ্যালি করেন। সেখানেই তারা বিক্ষোভ সমাবেশের মাধ্যমে ডেপুটেশন জমা দেন নদিয়া জেলাশাসকের কাছে।
আরও পড়ুন: নাবালিকা ধর্ষণের ঘটনায় মুরারইয়ে অভিযুক্তের শাস্তির দাবীতে মিছিল