মুশতাক আলি ট্রফিতে অবসর ভেঙে ফিরতে চলেছেন যুবরাজ? জানা যাবে বিসিসিআইয়ের প্রতিক্রিয়ায়

Mysepik Webdesk: গত কয়েকদিন ধরে যুবরাজ সিং তাঁর পঞ্জাব দলের সতীর্থদের সঙ্গে মহালির আই এস বিন্দ্রা পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুশীলন করছেন। তিনি আসন্ন সৈয়দ মুশতাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের মাধ্যমে ফিরতে চান। যুবরাজ নেটে ৪৫ মিনিটের জন্য অনুশীলন করেছিলেন এক্কেবারে নিজস্ব ঢংয়ে। দেখে মনে হচ্ছিল যে, এই বাঁ-হাতি ক্যারিশ্মাটিক ব্যাটসম্যানের জাদুস্পর্শ এখনও অক্ষত। পঞ্জাবের ৩০ জন ক্রিকেটার দুই দলে বিভক্ত। এই দু’টি দলই লুধিয়ায় ১৮ ডিসেম্বর থেকে টি-২০ টুর্নামেন্টের প্রস্তুতি নিচ্ছে। তবে যুবরাজের প্রত্যাবর্তন এখনও অনিশ্চিত।
আরও পড়ুন: ‘মনে হচ্ছে আমি এখনও খেলার সুযোগ পেতে পারি’, ফেসবুকে লাল হলুদের পারফরম্যান্সে বিদ্রূপ ডগলাসের

তাঁর প্রত্যাবর্তন এত সহজ দেখাচ্ছে না। যুবরাজের ফেরাতে ম্যাচ-ফিটনেসই সবচেয়ে বড় বাধা। তিনি এখনও এই টুর্নামেন্টে খেলার জন্য বিসিসিআইয়ের অনুমতি পাননি। যুবরাজকে অবসর ভেঙে ফেরার জন্য অনুরোধ করা পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক পুনেত বালি বলেছেন, “আমরা এখন বিসিসিআইয়ের জবাবের অপেক্ষায় রয়েছি।” যুবরাজ ২০১৮ সালের জুনে আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএল থেকে অবসর নিয়েছিলেন। এর পরে, তিনি বিশ্বজুড়ে ছোট ফরম্যাটের ক্রিকেট লিগে খেলার অনুমতি পেয়েছেন। টরন্টো ন্যাশনালসের হয়ে তিনি গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলেছিলেন। লিগটি গতবছরের আগস্টে কানাডায় অনুষ্ঠিত হয়েছিল। তাছাড়াও আবু ধাবিতে টি-১০ লিগে মারাঠা আরবিয়ান্স দলে অন্তর্ভুক্ত ছিলেন। পঞ্জাবের হয়ে খেলতে ইচ্ছুক যুবরাজের এখন বিসিসিআইয়ের সবুজ সংকেতের দিকে যে চেয়ে আছেন, তা বলাই বাহুল্য।