আইসোলেশনে জিনেদিন জিদান

Mysepik Webdesk: আইসোলেশনে জিনেদিন জিদান। এমনই খবর প্রকাশে এসেছে। বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদের অনুশীলনে তাঁকে উপস্থিত থাকতে দেখা যায়নি। উল্লেখ্য যে, রিয়াল মাদ্রিদ এর অনুশীলন চলছিল ভালদেবেবাসে। সেখানেই দলের সঙ্গে স্বাভাবিকভাবেই অনুশীলনে থাকার কথা ছিল রিয়াল মাদ্রিদ কোচ জিদানের।
আরও পড়ুন: এক কিতাব এক নবাব

জানা গিয়েছে যে, করোনা আক্রান্ত এক রোগীর সংস্পর্শে এসেছিলেন এই ফরাসি কিংবদন্তি ফুটবলার। সেই কারণে জিদান নিজেকে বিচ্ছিন্ন রেখেছেন। তাছাড়া স্পেনের সরকার, স্থানীয় প্রটোকল এবং লা লিগার নিয়ম অনুসরণ করে তাঁকে স্ববিচ্ছিন্ন থাকতে হচ্ছে। যদিও তাঁর ভক্তদের জন্য খুশির খবর, জিদানের অ্যান্টিজেন এবং পিসিআর টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। উই করোনা আক্রান্তের সংস্পর্শে আসার দশ দিন পর যদি জিদানের পিসিআর রিপোর্ট নেগেটিভ আসে, তাহলে তিনি দলের সঙ্গে আবার যোগ দিতে পারবেন।